গোপীবল্লভপুর ১: রীতিমেনে গোপীবল্লভপুর থানার উদ্যোগে আয়োজিত হল বিশ্বকর্মা পুজো,পুজোয় অঞ্জলি দিলেন থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা
রীতি মেনে গোপীবল্লভপুর থানায় হল যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পূজা। বুধবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে থানার আধিকারিকদের পাশাপাশি সাধারণ পুলিশ কর্মীরা পুজোয় অংশ নেন।থানা ক্যাম্পাসে অস্থায়ী মন্ডপে প্রতিমা প্রতিষ্ঠিত করে বিশ্বকর্মার পূজা হয়। অঞ্জলী দেন আইসি কার্তিক চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা।