চণ্ডীতলা ২: হুগলির দ্বারহাট্টা তালদহ নবোদয় সংঘের দুর্গাপূজার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক
বুধবার হুগলির দ্বারহাট্টা তালদহ নবোদয় সংঘের শারদীয়া দুর্গাপূজার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মী ও সমর্থকরা।