গোসাবা: মেয়ের বাড়িতে ঘুরতে আসা হলো কাল,ঘুমের মধ্যে বিছানায় সাপের কামড়ে মৃত্যু হলো বিপ্রদাসপুরের বৃদ্ধার
কচুখালীতে মেয়ের বাড়িতে ঘুরতে এসে সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার।মৃতের নাম কল্যাণী বর্মন,বয়স ৬৩।পরিবার সূত্রে খবর বিপ্রদাসপুর GPর মন্মথনগর থেকে কল্যাণী বর্মন নামে এক বৃদ্ধা গোসাবার কচুখালীতে মেয়ের বাড়িতে ঘুরতে এসে ছিলো মঙ্গলবার।বুধবার ভোররাতে যখন ওই বৃদ্ধা বিছানায় ঘুমিয়ে ছিলেন সেই সময় তার ঘাড়ে কিছু একটা কামড় দেয়।এরপর তারা সারা শরীর জুড়ে জ্বালা ও যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাঁকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে বুধবার সকাল ১০টায়।