আগামী 26 শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার নির্দেশ মতো আজ অর্থাৎ শনিবার রাত আটটা নাগাদ বোদরা অঞ্চলের বুড়ানগৌড় বুথের বুথ কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক মিটিং করলেন বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী ।