হেমতাবাদ: হেমতাবাদে বিএলওকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের
এস আই আর আতঙ্ক ছড়ালো হেমতাবাদের বালুফাড়া এলাকার গ্রামবাসীদের মধ্যে। তথ্য যাচাই না করে ফর্ম জমা নেওয়ায় বিএলও কে আটকে রাখা হল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেমতাবাদের জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ পুলিশ প্রশাসন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিএলও জগদীশ সাউ সহ জয়েন্ট বিডিওকে বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন।