গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের কেন্দুগাড়ী অঞ্চলের ফুলাকেন্দুতে হল সহরায় বা বাঁদনা পরব,উপস্থিত বিধায়ক দুলাল মুর্ম্মু,ব্লক সভাপতি
রীতি মেনে গোপীবল্লভপুরের একাধিক আদিবাসী অধ্যুষিত চলছে ঐতিহ্যবাহী সহরায় পরব' বা বঁদনা পরব'। সোমবার গোপীবল্লভপুর-১ নং ব্লকের কেন্দুগাড়ি-৭ নং অঞ্চলের ফুলাকেন্দুতে হল সহরায় পরব'।ফুলাকেন্দু টুওয়ার গাঁওতা ক্লাব এর উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিন গরু খুঁটান দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু,গোপীবল্লভপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, মহিলা নেত্রী দানগী সরেন