আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টে নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগ সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ ও টিও চার্জিং কর্মসূচি অনুষ্ঠিত হলো ভাঙড় এক নম্বর ব্লকে।FSSM ও OTA–SFI প্রকল্পের আওতায় ২০২৬ অর্থ বর্ষের আওতায় কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে ধান ও গম কাটার যন্ত্র ধান রোপন যন্ত্র জিরো টিলেজ মেশিন, পাওয়ারটিলার, স্প্রে মেশিন, ঘাস কাটার যন্ত্রসহ একাধিক আধুনিক কৃষি যন্ত্র প্রদর্শন এবং বিত