মোহনপুর: নতুন স্কুল ইউনিফর্ম চালু করার সিদ্ধান্ত কে কেন্দ্র করে শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষুোভ প্রদর্শন করেন NSUI
রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে একরকমের স্কুল ইউনিফর্ম চালু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিক্ষা ভবন চত্বরে। সোমবার শিক্ষা দপ্তর ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।