অহংকারের কারণে সুকান্ত মজুমদার প্রাক্তন হবেন অভিষেকের মন্তব্যকে গোসাবায় কটাক্ষ করলেন সাংগঠকিন জেলা BJP মুখপাত্র বুধবার রাত ১১-৩০টায়।বাংলায় কথা বলার জন্য জোরজবরদস্তি এরাজ্যের দুই পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বানিয়ে জেলে ঢোকানো হয়েছে মহারাষ্ট্রে। ওই দুই জন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বাসিন্দা। এবং তাঁদের মুক্তির জন্য কোনও ব্যবস্থা নেননি সেখানকার সাংসদ সুকান্ত মজুমদার। এই অভিযোগ তুলে দিনকয়েক আগেই বারুইপুরের সভামঞ্চ থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।