ভরতপুর ১: তথ্য দিন, পাশে থাকুন! ভরতপুরে নাগরিকদের উদ্দেশেবার্তা OC-র
অসামাজিক কার্যকলাপ এবং এলাকায় অবৈধ বোমার মজুদ রুখতে এবার সরাসরি জনসচেতনতা অভিযানে নামল ভরতপুর থানার পুলিশ। শনিবার সিজগ্রাম এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল। শনিবার রাত্রে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাঁর এই কর্মসূচির মূল লক্ষ্য। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার সময় ওসি শিবনাথ মণ্ডল বিশেষ করে অবৈধ বোমা মজুদের বিষয়ে সকলকে সতর্ক করেন।