ঝাড়গ্রাম: অবৈধ বালি পাচারে বড় ধাক্কা — চিঁচিড়া সীমান্তে বালি বোঝাই ট্রাক আটক, গ্রেফতার ১,পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে
অবৈধ বালি পাচার রুখতে তৎপরতা বাড়িয়েছে জামবনি থানার পুলিশ। নিয়মিত নজরদারি ও নাকা চেকিংয়ের সময় শনিবার রাতে জামবনি থানার অন্তর্গত চিঁচিড়া সীমান্তে ধরা পড়ে বালি বোঝাই একটি ট্রাক। তদন্তে দেখা যায়, নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করে পাচারের চেষ্টা চলছিল। বৈধ নথি দেখাতে ব্যর্থ হওয়ায় ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম নিশীথ কুমার দে, বাড়ি পশ্চিম মেদিনীপুরের কালাপাঞ্জা গ্রামে। রবিবার দুপুরে তাঁকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়।