গোসাবা: গোসাবার কামাখ্যাপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের মৃত্যু হলো ক্যানিং মহকুমা হাসপাতালে
দক্ষিণ ২৪ পরগনার গোসবা থানার শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের কামাখ্যা পুরে গোবিন্দ সরদার নামে বছর ১৮ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বাড়িতে শনিবার দিন সন্ধ্যায়। পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে গোসোবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে এনে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রবিবার রাত ২টায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ রবিবার দুপুর ১২টায়।