ক্যানিং ২: বিধায়ক সওকাত মোল্লার নির্দেশে SIR ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করলেন দেউলী-1 নং অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা
আজ অর্থাৎ বুধবার ৪ টে নাগাদ বিধায়ক সওকাত মোল্লার নির্দেশে SIR ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করলেন দেউলী-1 নং অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা।উপস্থিত ছিলেন এলাকার প্রধান হাফিজুল ইসলাম মোল্লা,অবজারভার সিরাজুল শেখ সহ এলাকার সকল গুরুত্বপূর্ণ নেতৃত্ব।