আউশগ্রাম ১: দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে জন প্লাবন গুসকরায়, "আমরা বাংলা ভাষায় কথা বলি" লেখা প্লাকার্ড হাতে হাঁটলেন ছাত্রীরা
দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে জন প্লাবন তৈরি হল গুসকরায়। শহরের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত্রি ১০টা পর্যন্ত। গুসকরা পুরসভার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একে একে হাজির হয় প্রায় ৮টি দুর্গা প্রতিমা। মঞ্চের সামনে এসে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলি সাঁওতালি, ধুনুচি নাচ সহ বিভিন্ন নৃত্য পরিবেশন করেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।