মাটিগাড়া: দুর্গা পূজার আগে শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি-রংটং রুটে নতুন টয় ট্রেন পরিষেবা শুরু করল DHR
পাহাড়ি ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া যোগ করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যুক্ত হল একাধিক বিশেষ টয়ট্রেন পরিষেবা। এর মধ্যে প্রধান আকর্ষণ শিলিগুড়ি–রংটং রুটে নতুন ট্রেন, যা রবিবার দুপুরে শিলিগুড়ি জংশন থেকে প্রথম যাত্রা শুরু করেছে। উদ্বোধনী যাত্রায় ছিলেন কেবলমাত্র আমন্ত্রিত অতিথিরা, তবে আগামী সপ্তাহ থেকেই পর্যটক ও সাধারণ মানুষেরাও যাতায়াত করতে পারবে।