মেমারি ১: মেমারিতে শুরু হলো SIR, ব্লক অফিস থেকে ফর্ম নিলেন BLO রা
মঙ্গলবার পশ্চিমবঙ্গে শুরু হলো SIR, এদিন সকাল থেকেই সারা রাজ্যের বিভিন্ন ব্লকের সাথে সাথে মেমারি ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস থেকে বুথ লেভেল অফিসাররা তাদের নিজের নিজের বুথের জন্য নির্দিষ্ট এনিমারুসেন ফর্ম সংগ্রহ করতে দেখা গেলো। শুনবো একজন BLO কী জানালেন