মুরারই ১: মা দুর্গার দশমীর পুজোর আগে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি আপনজন সংঘ ক্লাবের পুজো মন্ডপে
আজ দুই অক্টোবর বৃহস্পতিবার। আজ দুই অক্টোবর বৃহস্পতিবার শেষ হচ্ছে দুর্গাপুজো অর্থাৎ আজ বিজয়া দশমী। মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম হাসপাতাল পাড়া আপনজন সংঘ ক্লাবের দুর্গাপূজা মন্ডপে দশমীর পুজোর আগে চলছে প্রস্তুতি। আজ মা দুর্গা ঠাকুরের দশমীর পুজো সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এদিন সকাল সকাল সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।