চোপড়া: কুচবিহার সাগরদিঘী স্কয়ার থেকে নবান্ন অভিযান অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মীদের।
কুচবিহার সাগরদিঘী স্কয়ার থেকে নবান্ন অভিযান অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মীদের। শনিবার দুপুর একটার সময় এই পদযাত্রা এসে পৌঁছায় চোপড়াতে, এ বিষয়ে পদযাত্রায় শামিল অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মীরা জানান তাদের দাবি সকল অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মীদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হোক, এ দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছেন বিভিন্ন আধিকারিক মহলে, এবং প্রত্যেক 15 দিন অন্তর অন্তর তাদের এই বিষয়টি নিয়ে অনুস্মারক করানো হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থে