বিলোনিয়া: ৩৫ বিলোনিয়া মন্ডলের অন্তর্গত লাউগাং গাওসভার ভারতীয় জনতা পার্টির একনিষ্ট কার্যকর্তা গৌতম দাস বাড়িতে যান মন্ডল সভাপতি
৩৫ বিলোনিয়া মন্ডলের অন্তর্গত লাউগাং গাওসভার ভারতীয় জনতা পার্টির একনিষ্ট কার্যকর্তা গৌতম দাস এর মা কিছু দিন পূর্বে পরলোক গমন করেন এই খবর পেয়ে আজ বিকাল পাঁচটা নাগাদ উনার বাড়িতে চলে যান। ৩৫ বিলোনিয়া মন্ডল এর মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সাথে ছিলে বিজেপি নেতা অরূপ ভৌমিক সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা সেখানে গিয়ে কথা বলেন ওনার পরিবার পরিজনদের সাথে দেখা করে শোক জ্ঞ্যাপন করেন এমনটাই চিত্র দেখা যায় আমাদের সংবাদমাধ্যমের ক্যামেরায় ।