মেদিনীপুর: জঙ্গলে হাতির লেজ ধরে টানার পর এবার লাঠি পাথর ছোড়ার ভিডিও ভাইরাল, অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে মেদিনীপুর বনবিভাগ
গতকাল বুধবার শালবনির পীড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটে দুটি হাতি লড়াই করার সময় জঙ্গল থেকে পিচ রাস্তার উপর চলে আসে। তাদের দেখতে ভীড় জমায় প্রচুর মানুষ। কিন্তু তাদের মাঝেই কিছু ঘটনার ভিডিও প্রকাশ্যে আশার পরেই ক্ষুদ্ধ হয় বনদফতর। Viral হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিলো হাতির লেজ ধরে টানতে এক ব্যাক্তিকে। এবার হাতিকে লাঠি পাথর ছুড়ে মারার একটি ভিডিও হলো viral।