পাথরপ্রতিমা: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক
দক্ষিণ ২৪ পরগণা জেলা পাথর প্রতিমা বিধানসভার ঢোলাহাট থানা এলাকায় এক অভিযুক্ত এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে এমনটি অভিযোগ দায়ের করে ঢোলারহাট থানায় সেই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট এলাকা থেকে অভিযুক্ত কে গতকাল গ্রেফতার করে, আজকাল মহকুম আদালতে ভারতীয় দণ্ডবিদের পোকশো আইন সহ একাধিক ধারায় মামলার রুজু করে পাঠায়।।