বলরামপুর: শ্রী শ্রী নিত্যানন্দ সেবা সমিতির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠান বলরামপুরে
বলরামপুরে বিজয়া সম্মেলনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত নিত্যানন্দ সেবা সমিতির কয়েক শত সনাতন ধর্মপ্রাণ মানুষজন।উপস্থিত ছিলেন নিত্যানন্দ সেবা সমিতির সেবক গোপীনাথ গোস্বামী, ভারত সেবাশ্রম সঙ্ঘ রঘুনাথপুর শাখার শ্রী স্বামী যোগযুক্তানন্দ মহারাজ। সারাদিন ধরে চলে অনুষ্ঠান।