পুরুলিয়া ১: পুরুলিয়ার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে আমলা পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে
পুরুলিয়ার আমলা পাড়ার এবারের থিম আগলে রেখো । ৮৫ বছরে পদার্পণ করল পুরুলিয়া আমড়া পাড়া সর্বজনীন দুর্গোৎসব । মন্দির চত্বর জুড়ে বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন কে তুলে ধরা হয়েছে । গড় পঞ্চকোট প্যালেস থেকে শুরু করে তেল কুপী, বান্দার দেউল এমনকি বিষ্ণুপুরের নিদর্শন ও তুলে ধরা হয়েছে এই মন্ডপে । প্রতিমা সহ্যতেও রয়েছে বিশেষ চমক , প্রতিমার পিছন দিকে চালা তৈরি করা হয়েছে টেরাকোটার শিল্পের আদলে । আর এই চোখধাদানো শিল্পকলা দেখতে ভিড় জমাচ্ছে মানুষ