মুরারই ১: শ্রীনিবাস পুর সর্বজনীন দূর্গা ও কালী মন্দিরে এবার তাদের পঞ্চম তম দুর্গাপুজো, পেয়েছে সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার
মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের শ্রীনিবাসপুর দুর্গা ও কালী মন্দিরে এবার তাদের পঞ্চম তম দুর্গাপূজা। মন্দিরের তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। পেয়েছে তারা সরকারি অনুদান এক লক্ষ দশ হাজার টাকা।এদিন ২৭ সেপ্টেম্বর শনিবার সকালের দিকে শ্রীনিবাস পুর দুর্গা ও কালী মন্দিরের চিত্র তুলে ধরলাম আমরা পাবলিক অ্যাপ এর ক্যামেরায়।