কোচবিহার ১: রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য হঠাৎ করে নির্বাচন কমিশন SIR এর সময়সীমা পিছিয়ে দিয়েছে বক্তব্য উদয়নের
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য হঠাৎ করে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা পিছিয়ে দিলেন। এমনই বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের ষষ্ঠদশ বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বিজেপি চাইছে রাষ্ট্রপতি শাসন জারি করে ছয় মাস পর ভোট করতে। জেমন করে হোক আমাদের পশ্চিমবাংলায় সরকার গঠনের কাজ ৫ই মের মধ্যে করতে হবে।