এগরা ১: BDO র বদলিতে চোখের জলে বিদায় জানালেন রামনগরের সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ
রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ব্লকের বিডিও পূজা দেবনাথ বদলি হয়ে বারাসাত মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে চলে যাচ্ছেন এবং তার জায়গায় বিডিও হয়ে আসছেন কুন্তল চক্রবর্তী এদিন রামনগর এক ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায় বিডিও পূজা দেবনাথকে বিদায় সম্বর্ধনা দেয়া হয় সেই সময় সভাপতি নিতাই চরণ সর এবং শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিকের চোখের জল দেখা যায় |