রাজগঞ্জ: বাতাবাড়ি চাবাগানে ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ, এলাকায় আতঙ্ক
বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ। পরে সেই ছাগলের দেহ উদ্ধার হয়। মাটিয়ালি ব্লকের বাতাবারি চা বাগানের স্টাফ লাইন এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় চিতাবাঘের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিতাবাঘ ধরতে ওই এলাকায় বনদপ্তরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস যাওয়া হয়েছে।