এদিন বিকেলে বলরামপুর বিধানসভার মন্ডল এর গোসাইটিতে এর পরিবর্তন সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে আজকের এই পরিবর্তন সভাতে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো সহ পুরুলিয়া জেলা কমিটির সেক্রেটারি বিরিঞ্চিত কুমার বলরামপুর মন্ডল টু এর সভাপতি বিকাশ দেওয়ানী বলরামপুর মন্ডল টু এর সাধারণ সম্পাদক সন্দীপ গোপ সব বিজেপি নেতৃত্বরা।