আউশগ্রাম ১: আউশগ্রাম ও গুসকরার একাধিক জায়গায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার
আউশগ্রাম ও গুসকরার একাধিক জায়গায় “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তিনি বুধবার আউশগ্রামের শোকাডাঙ্গা ও দিগনগর এবং গুসকরা শহরের ধারাপাড়ায় অনুষ্ঠিত শিবিরে যান। বিধায়কের সঙ্গে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ শোকাডাঙ্গার শিবিরে ছিলেন সমাজসেবী তথা আউশগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি ইন্দাজুল শেখ সহ অনান্যরা।