কেশিয়ারি: অল ইন্ডিয়া আদিবাসী একতা মুক্তি মোর্চার উদ্যোগে ১২ দফা দাবিতে সংগঠন দিবসে কেশিয়াড়ি চলো কর্মসূচি
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বুধবার অল ইন্ডিয়া আদিবাসী একতা মোর্চার উদ্যোগে ১২ দফা দাবিতে সংবিধান দিবসে কেশিয়াড়ি চলো বার্তা নিয়ে মিছিল ও পথসভা আয়োজিত হলো। মিছিলটি কেশিয়াড়ি শহর পরিক্রমা করে কেশিয়া রি বাসস্ট্যান্ডে পথসভা আয়োজিত হয়। বিভিন্ন দাবি তুলে ধরা হয় এই দিন।