মন্তেশ্বর: সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মন্তেশ্বর ব্লক কমিটির তৃতীয় সম্মেলন পাতুনে
বৃহস্পতিবার সকালে কমরেড দিবাকর রায় নগরে ও কমরেড রতন দাস ও রামগোপাল গোস্বামী মঞ্চে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মন্তেশ্বর ব্লক কমিটির তৃতীয় সম্মেলন পাতুন বাজার সংলগ্ন এলাকায় দ তৃতীয় সম্মেলন শুরু হয়। মন্তেশ্বর ব্লকের ১১০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় সংগঠনের সভাপতি ডালিম মন্ডল শহীদ বেদীতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করেন।