মিরিক: সাংসদ মিরিকে একটি পেরেক লাগায়নি,মিরিকে BJP প্রার্থী রাজু বিস্তাকে এমনভাবেই কটাক্ষ করলেন মিরিক পুরসভার চেয়ারম্যান
যারা পাহাড়ের মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখে তারা কি করে পাহাড়ের মানুষের কাছে ভোট চায়। সাংসদ মিরিকে একটি পেরেক লাগায়নি। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মিরিকে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে কার্যক্রম এমনভাবেই কটাক্ষ করলেন মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই। তিনি বলেন বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে।