কুলতলি: পালের চক শান্তি সংঘের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ভিড়
ক্লাব সংগঠনের উদ্যোগে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক শান্তি সংঘের ব্যবস্থাপনায় আজ রাত্রিতে। কুলতলীর বিভিন্ন প্রান্তের প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন। এ বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্যামপদ নস্কর কি জানালেন শুনুন তারই মুখ থেকে।