গোসাবা: কুমিরমারীর আদিবাসী পাড়ায় ১১ সংসদের গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ
কুমিরমারীর আদিবাসী পাড়ায় ১১ সংসদের গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী GP র ১১নং সংসদের এলাকার সাধারন মানুষজনকে নিয়ে গ্রাম সংসদ সভা অনুষ্ঠিত হলো কুমিরমারীর আদিবাসী পাড়ায় মঙ্গলবার বিকালে।এদিন এই গ্রাম সংসদ সভায় উপস্থিত ছিলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গৌতম মিস্ত্রি,পূর্ণিমা মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।মূলত আগামী ২০২৬- ২৭ অর্থ বর্ষে এই সংসদে কি কি উন্নয়ন মূলক কাজের প্রয়োজন