ভাতার: ভাতারের হরিপুরে সামন্ত বাড়ির জগধাত্রী পুজো ৬৭ বছরে পা দিল
ভাতারের হরিপুরে সামন্ত বাড়ির জগধাত্রী পুজো ৬৭ বছরে পা দিল। পরিবারের এক সদস্য জানালেন যে মহা প্রসাদ বিতরণ হবে বৃহস্পতিবার ৭:৩০ মিনিটে। ভাতার ব্লকের বলগোনা অঞ্চলের হরিপুরে ৬৭ বছর ধরে হয়ে আসছে সামন্তীদের বাড়িতে জগধাত্রী পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন গ্রামের সকল মানুষ। প্রতিবছরের ন্যায় এ বছরও মহা ধুমধামে শুরু হলো পুজো। আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পূজোর মহা প্রসাদ বিতরণ করা হয় শতাধিক মানুষকে।