ভগবানগোলা ২: রানীতলা থানার বড়সড় সাফল্য — সাত জুয়াড়ি গ্রেফতার ৩০ নাগাদ কোর্টে পাঠানো হয়
রানীতলা, মুর্শিদাবাদ: রানীতলা থানার পুলিশের তৎপরতায় ফের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অভিযান চালায় দেবাইপুর গ্রামের একটি পরিত্যক্ত স্থানে। সেখান থেকেই সাতজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। অভিযান চলাকালীন ধৃতদের কাছ থেকে নগদ ₹৫,৫৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আজই