রায়না ১: ইবিদপুর এলাকায় দশমীতে ভোগবিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা
রায়নার ইবিদপুর এলাকায় দশমী উপলক্ষে ভোগ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়িকা সহ একাধিক মানুষজনেরা উপস্থিত থাকে। সাধারণ মানুষকে ভোগ বিতরণ করার পাশাপাশি তিনিও এই ভোগ খান বলে জানা গিয়েছে।