বর্ধমান ১: ঘুমন্ত অবস্থায় ডানকানের পাতায় ডোমনা চিকি সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির কেতুগ্রাম থানার কন্দনাগ গ্রামের ঘটনা
ঘুমন্ত অবস্থায় ডানকানের পাতায় ডোমনা চিকি সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম হরিচরন পাঁজা (৬৩) কেতুগ্রাম থানার কন্দনাগ গ্রামে তার বাড়ি। গত শনিবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার ডানকানের পাতায় ডোমনাচিতি সাপে কামড়ে দেয়। পরিবারের লোকজন সাপে কাটার কথা জানতে পেরে তাকে প্রথম কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যায় ও সেখান থেকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকলে গতকাল রবিবার Bmch নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়