বলরামপুর: মহাষ্টমীতে বলরামপুরের পুজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়লো
মহাঅষ্টমীর সন্ধ্যা থেকে রাত্রি এগারোটার পরেও বলরামপুর শহরের পুজো মন্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়লো। সবচেয়ে বেশি ভীড় জমলো বলরামপুর সরাই ময়দান এবং বরাভূম স্টেশন পাড়া মহিলা পুজো কমিটির মণ্ডপে।