কমলপুর: পুজো পরিক্রমায় সুরমা বিধানসভা
পঞ্চাশী মহিলা সংঘ আয়োজিত দুর্গাপুজোতে বিধায়িকা সপ্না দাস পাল
নবমীর তিথিতে কমলপুর সুরমা বিধানসভার বিভিন্ন পূজা গুলি পরিক্রমা করেন বিধায়িকা স্বপ্না দাস পাল। পঞ্চাশী মহিলা সংঘ আয়োজিত দুর্গোপুজোতে ও উপস্থিত বিধায়িকা। সুরমাবাসী মঙ্গল কামনায় প্রার্থনা করেন মায়ের কাছে বিধায়িকা।