ভাঙড় ১: সদ্য তৃণমূলে যোগদান করা রফিকুল ইসলামের মারধরের খবর সামনে এনে কটাক্ষ ISF মহিলা কর্মীর
সদ্য তৃণমূলে যোগদান করা রফিকুল ইসলামের একটি মারধরের ভিডিও ভাইরাল হয়,আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।আজ অর্থাৎ রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আইএসএফ মহিলা নেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই খবর তুলে ধরলেন এবং পাশাপাশি তিনি বলেন, ভাঙ্গড়ে শওকত মোল্লার পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে।