বছরের শুরুতেই সমাজকল্যাণমূলক কর্মসূচি হাতে নিল মেখলিগঞ্জ রাজবংশী ক্ষত্রিয় কল্যাণ সমিতি। বৃহস্পতিবার দিনভর ওই সংগঠনের সদস্যরা ব্লকের বিভিন্ন এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। সংগঠনের সভাপতি বিপুল বর্মন জানান, “পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে বই দেওয়ার পরিকল্পনা ছিল। যাঁরা ১লা জানুয়ারি আমাদের বই বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাঁদের বাড়িতেই গিয়ে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।”