রাজনীতির উর্দ্ধে উঠে এলাকার উন্নয়নই তাঁদের লক্ষ্য - প্রমাণ করলেন ছাতনা এলাকার যুযুধান রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার তৃণমূল নেতা তথা ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে জামতড়া থেকে বনকাটি পর্যন্ত রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের উদ্বোধন করলেন সিপিআইএম-বিজেপির সমর্থণে জামতোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপেন মাণ্ডি