ঝাড়গ্রাম: দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো মানিকপাড়া বিট হাউসের পুলিশ,উপস্থিত পুলিশ সুপার
কেবলমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা করা নয়, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সর্বদা একাধিক জনকল্যাণমূলক প্রকল্প করে এগিয়ে চলেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।এবার আলোর উৎসবে প্রতিটি দুঃস্থ পরিবারের মানুষজনের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ।