ঝাড়গ্রাম: ঝুমুর গানের বিকৃতির প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে আয়োজিত হল ঝুমুর শিল্পী সমন্বয় মঞ্চের প্রতিবাদ সভা
জঙ্গলমহলের প্রাণের গান ঝুমুর গান। যে গানের মধ্য দিয়ে জঙ্গলমহলের খেটে খাওয়া মানুষের সুখ দুঃখ প্রকাশ পায়। বর্তমান সময়ে কিছু শিল্পী যারা নিজেদেরকে ঝুমুর শিল্পী দাবি করে ঝুমুর গানের বিকৃতি ঘটাচ্ছে এই অভিযোগ তুলে একজোট হল ঝুমুর শিল্পীরা। রবিবার দুপুর তিনটার সময় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় ঝুমুর শিল্পী সমন্বয় মঞ্চের ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতো, পম্পা মাহাতো, লক্ষীকান্ত মাহাতো।