ক্যানিং ২: SIR হোক বা FIR বাংলায় আমরা আছি বাংলায় আমরা থাকবো বিজেপির উদ্দেশ্যে আরো একবার তোপ শওকত মোল্লার
আজ অর্থাৎ শনিবার দুপুর দুটো নাগাদ নেতড়া উত্তর ঈশ্বরীপুর মিলন সংঘ ফুটবল মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দিবারাত্রি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক শওকত মোল্লা। উপস্থিত ছিলেন এলাকার প্রশাসনিক আধিকারিকরা এবং দলীয় নেতৃত্বরা। এদিন SIR নিয়ে বিজেপিকে তোপ দাগলেন ক্যানিং পূর্বের বিধায়ক ।