দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতাল, রাতের অন্ধকারে দেদার জল অপচয় তা বন্ধ করতে এগিয়ে এলেন রোগীর পরিজন। জল অপচয়ের বিষয় নিয়ে কুলতলী পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মান্যবর হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তারই মুখ থেকে।