বলরামপুর: নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে বলরামপুর কলেজ মাঠে দুঃসাহসিক চুরি,চম্পট দুষ্কৃতির দল,তদন্তে পুলিশ
রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা বলরামপুরে,নিরাপত্তা রক্ষীকে দড়ি দিয়ে বেঁধে রেখে এবং তার মোবাইলের সিম কার্ড কেড়ে নিয়ে, ৮১টি জলের পাইপ অজ্ঞাত লরিতে চাপিয়ে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরদল।দুষ্কৃতীদের নাগাল পুলিশ নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পেতে এলাকার সিসিটিভি ফুটেজ গুলি খতিয়ে দেখছেন।