আজ আলু জমিতে ভেসে উঠল রহস্যময় পায়ের ছাপ। বাঘ নাকি অজানা কোনো জন্তু।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সিমলাপাল ব্লকের অন্তর্গত দুবরাজপুর পঞ্চায়েতের রায়বাঁধ গ্রামে।আজ আলু জমিতে মাটি দিতে গিয়ে অজানা পায়ের ছাপ নজরে আসে চাষিদের। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বনদপ্তর কর্মীরা। তারা পায়ের ছাপ গুলির ছবি তুলে নিয়ে যায় পরীক্ষা জন্য।পড়ে জানা যায় এই ছাপ গুলি বাঘ নয়। কোনো হাইনা জাতীয় প্রাণীর।