ডেবরা: বালিচক রেলগেটে ফ্লাই ওভার ব্রিজ তৈরির কাজ পরিদর্শনে বিধায়ক হুমায়ুন কবীর
রবিবার বেলা ১১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে,বালিচক রেলগেটের ওপর তৈরি হওয়া ফ্লাই ওভার ব্রিজের কাজ পরিদর্শন করতে উপস্থিত হলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবীর।সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, খাদ্য কর্মাধ্যক্ষ ভজহরি শিং সহ অনান্যরা। কাজ খুব ধীর গতিতে চলছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তাই ছবি তুলে জেলা শাসক কে পাঠিয়ে দ্রুত কাজ চালুর আবেদন করবেন বিধায়ক।